স্মার্টফন নির্মাতা কোম্পানি Motorola শীঘ্রই তাদের ফোন Moto E7 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বেশ কিছুদিন ধরে এই স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসছে আমাদের সামনে। ৯১ মোবাইলস এর রিপোর্ট অনুসারে কিছুদিন আগেই FCC এবং ন্যাশনাল ব্রডকাস্টিং এবং টেলিকমিউনিকেশন কমিশন এবং TUV এর সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে এই স্মার্টফোনটিকে।
ফিচার( সম্ভাবনা)
জানা গিয়েছে যে এই স্মার্টফোনে থাকতে চলেছে ৬.২ ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টরেজের সাথে লঞ্চ করা হতে পারে ফোনটিকে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ১৩ মেগাপিক্সলের ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হবে। এছাড়া থাকতে পারে ৫ mp এর ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে ৪০০০ mAh এর ব্যাটারি থাকতে চলেছে এই ফোনে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও।