আবারও দেখা গেল Micromax এর জাদু। দেশি স্মার্টফোন কোম্পানির নতুন In সিরিজের ফনগুলি বেশ অনেকটাই চর্চাতে রয়েছে। লঞ্চের পর থেকেই তার জনপ্রিয়তা হতবাক করেছে বিশেষজ্ঞদের। লঞ্চের পরে ২ ঘণ্টার মধ্যে ফুল হয়ে গিয়েছিল বুকিং। আজ ২৪ এ নভেম্বর যখন প্রথম বারের জন্য ফোনটিকে উপলব্ধ করেছিল কোম্পানি। তখন কিছু মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায় Micromax In Note 1 এর সব ফোন। ফোনটির পরের সেল রয়েছে ১ ডিসেম্বর ১২ টার সময় ফ্লিপকার্টে।
Micromax In Note 1 এর দাম
Micromax In Note 1 এর ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। সেখানেই ৪জিবি+১২৮জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। লঞ্চ ইভেন্ট হতে জানা গিয়েছিল যে ফোনটির বিক্রি শুরু হবে ২৪ এ নভেম্বর থেকে।
Micromax In 1B এর দাম
Micromax In 1B কে গ্রাহক একই দিনে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটির ২জিবি+৩২জিবি ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। সেখানেই ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা।
Micromax In Note 1 এর স্পেসিফিকেশন
Micromax In Note 1 তে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির IPD LCD Full Hd+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Helio G85 । ৪ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,একটি ২ মেগাপিক্সলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং এবং আরও একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে
Micromax In 1B এর স্পেসিফিকেশন
Micromax In 1B তে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Helio G35 । ২/৪ জিবি র্যাম এবং ৩২/৬৪ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এর সাথে ডুয়াল ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।