ভারতীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Micromax কিছু সময় আগে তাএর Micromax In Note 1 স্মার্টফোন লঞ্চ করেছিল। এইবার সূত্র হতে জানা গিয়েছে যে এই কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন। এইবার ফোনটিকে দেখা গেল BIS সার্টিফিকেশন ওয়েব সাইটে। এই তথ্য জানা গিয়েছে ৯১ মোবাইলস এই এক রিপোর্ট থেকে।
সম্প্রতি টিস্টার মুকুল শর্মা জানিয়েছেন, Micromax এর নতুন স্মার্টফোনকে দেখা গিয়েছে BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে। সেখানে জানা গিয়েছে ফোনটির মডেল নং। E7748 মডেল নং এর সাথে কোম্পানি লঞ্চ করবে এই ফোনটিকে। তবে লিস্টিং হতে ফোনটি সম্পর্কে বিশেষ কোনও তথ্যই জানা যায়নি। অনুমান করা হচ্ছে যে কোম্পানি আর কিছুদিনের মধ্যে ভারতীয় বাজারে লঞ্চ করবে তাদের এই নতুন ফোন।
সূত্র হতে জানা গিয়েছে যে Micromax এর এই নতুন ফোনে দেওয়া হতে চলেছে ৬ জিবি র্যাম এবং HD+ ডিসপ্লে। এর সাথে বড় ব্যাটারি দেওয়া হবে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে আসন্ন এই ফোনের লঞ্চিং এবং দাম সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানায়নি কোম্পানি।