Micromax এর কো-ফাউন্ডার রাহুল শর্মা সোমবার ইউটিউবের একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছিলেন। সেখানে তিনি জানান যে কোম্পানি কাজ করছে একটি ৬জিবি র্যামের ফোনের ওপরে। এছাড়াও তিনি জানিয়েছেন যে In সিরিজেই লঞ্চ করা হবে এই ফোনটিকে। ফোনটিতে দেওয়া হবে হাই রিফ্রেশ রেট এবং লিকুইড কুলিং টেকনোলোজি। এছাড়াও কোম্পানির প্রোডাক্ট হেড সুনীল জুন জানিয়েছেন, খুব তাড়াতাড়ি দেশে ইন সিরিজের অফলাইন বিক্রি শুরু করা হবে।
ভার্চুয়াল সেশন এ একজন গ্রাহক্র প্রশ্নের উত্তরে শর্মা জবাব দিয়েছেন যে ৬ জিবি র্যামের ফোন দেখা যাবে খুব শীঘ্রই । এছাড়াও জানা গিয়েছে যে এই ফোনটি কোম্পানির আগের কোনও মডেলের ভ্যারিয়েন্ট হবেনা।
৬ জিবি র্যাম ছাড়াও রাহুল শর্মা জনিয়েছেন যে ইন সিরিজের ফোনে থাকবে লিকুইড টেকনোলোজি। এছাড়া থাকবে হাই রিফ্রেশ রেট। অন্যদিকে শর্মা জানিয়েছেন যে তারা এখন In এর সাথে দিতে শুরু করেছেন একটি ব্যাক কভার ও। এইদিন তিনি বলেন যে যেসব গ্রাহক এই কভার পাননি, তারাও খুব শীঘ্রই ব্যাক কভার পাবেন। অন্যদিকে গ্রাহকদের থেকে ফিডব্যাক চাইছে Micromax। সেই জন্য তারা একটি নতুন হোয়াটস অ্যাপ নং এর ও ব্যবস্থা করেছেন। সেখানে গ্রাহক নিজের ফিড ব্যাক এবং প্রশ্ন উত্তর দিতে পারবেন।