আগের মাসে ভারতীয় বাজারে ফিরে এসেছে দেশি কোম্পানি Micromax। কোম্পানি ইতিমধ্যেই বাজেট স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে মার্কেটে। এইবার কোম্পানি আরও একবার বাজেট ফোন লঞ্চ করতে চলেছে। ভারতীয় বাজারে এটি কোম্পানির ফিরে আসার পরের তৃতীয় ফোন হতে চলেছে।
অ্যান্ড্রয়েড ১০ গো এর ওপর চলবে ফোনটি
Micromax এর ফোনটি চলবে অ্যান্ড্রয়েড গো এর ওপরে। ফোনটির নাম রাখা হতে পারে Micromax In 1b Go Edition। এই ফোনটি ভারতীয় ভাজারে টক্কর দেবে Xiaomi এবং Realme এর সাথে।
Gadget 360 র একটি রিপোর্ট অনুসারে, এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করতে পারে ২টি ভ্যারিয়েন্টে। একটি ভ্যারিয়েন্টী থাকতে পারে ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ। অপরটিতে থাকতে পারে ৪জিবি র্যাম+৬৪ জিবি স্টোরেজ। তবে আর কোনও তথ্য এখনও জানা যায়নি Micromax এর এই ফোন সম্পর্কে।