Micromax ঘোষণা করে দিয়েছে তাদের জনপ্রিয় In Note 1 স্মার্টফোনের। বলা বাহুল্য, ঘরোয়া কোম্পানি এইবার ফোনের সাথে দিচ্ছে ব্যাক কভারও। ই কমার্স সাইট ফ্লিপকার্টে আজ রাতে শুরু হতে চলা Big Saving Days Sale এ Micromax In Note 1 কে বিক্রি এর জন্য উপলব্ধ করেছে কোম্পানি। Micromax এর ফোনটিতে দিয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল Hd+ পাঞ্চ হোল ডিসপ্লের সাথে ৫,০০০ mAh এর ব্যাটারি।
দাম এবং উপলব্ধতা
Micromax IN Note 1 এ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের এবং ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বিকল্পগুলির দাম যথাক্রমে রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা এবং ১২,৯৯৯ টাকা। এই ফোনটিকে কোম্পানি দুটি রঙের সাথে লঞ্চ করেছে। সাথে গ্রাহক যদি SBI এর কার্ড ব্যবহার করেন তবে পাবেন ১০% অতিরিক্ত ছাড়।
স্পেসিফিকেশন
Micromax In Note 1 তে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির IPD LCD Full Hd+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Helio G85 । ৪ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,একটি ২ মেগাপিক্সলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং এবং আরও একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে