ভারতীয় স্মার্টফোন কোম্পানি Micromax এর তরফ থেকে কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে তাদের নতুন In সিরিজ। সেই সিরিজে লঞ্চ করা হয়েছে In Note 1 এবং In 1b। কিছুদিন আগে In Note 1 কে সেলের জন্য উপলব্ধ করেছিল কোম্পানি। কিছু মিনিটের মহদ্যে বিক্রি হয়ে গিয়েছিল ফোনটি। আজ সেল ছিল Micromax In 1b এর। কিন্তু আজ কোম্পানি তরফ থেকে ক্যান্সেল করা হয়েছে এই সেল।
এই সেল ক্যান্সেলের বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্টে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে,”আমরা আপনাদের এই বিষয়টি জানাতে দুঃখ বোধ করছি যে In 1b এর সেল লাজিস্টক্স এর সাথে কিছু সমস্যা হওয়ার জন্য আজ সেল টি ক্যান্সেল করাআ হয়েছে। আমরা খুব শীঘ্রই পরের সেল সম্পর্কে গ্রাহকদের জানিয়ে দেব এবং গ্রাহকদের জন্য আর কিছুদিনের মহদ্যে ফোনটিকে উপলব্ধ করব।” খুব কম সময় আমরা কোনও ফোনের সেলকে ক্যান্সেল হতে দেখি। সেই কারণে এই ফোনের সেল ক্যান্সেল খুবই দুঃখজনক বলে মনে করেছেন গ্রাহকেরা।
Micromax In 1B এর দাম
Micromax In 1B কে গ্রাহক একই দিনে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটির ২জিবি+৩২জিবি ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। সেখানেই ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা।
Micromax In 1B এর স্পেসিফিকেশন
Micromax In 1B তে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Helio G35 । ২/৪ জিবি র্যাম এবং ৩২/৬৪ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এর সাথে ডুয়াল ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।