শীঘ্রই Xiaomi তাদের নতুন স্মার্টফোন MI 11 Lite ভারতে লঞ্চ করতে পারে। ফোনটিকে সম্প্রতি দেখা গিয়েছে BIS সার্টিফিকেশন সাইটে। টিস্টার মুকুল শর্মা হতে জানানো হয়েছে যে এই ফোনটিকে মডেল নং M2101K9AI এর সাথে ইন্ডিয়ান BIS সাইটে স্পট করা গিয়েছে। এই মডেল নং Mi 11 Lite এর হতে পারে। এই ফোনটি Mi 11 এর লোয়ার ভার্সান হতে চলেছে বলে অনুমান বিশেষজ্ঞদের।
এর আগে ভিয়েতনাম এর একজন ইউটিউবার Mi 11 Lite এর দাম এবং স্পেসিফিকেশন লিক করেছিলেন । ফোনটিকে ইতিমধ্যে দেখা গিয়েছে FCC সার্টিফিকেশন সাইটে। অর্থাৎ ফোনটির সম্পর্কে বেশ অনেক তথ্যই জানা গিয়েছে।
Mi 11 Lite এর স্পেসিফিকেশনের কথা বললে এই ফোনটিতে দেওয়া হতে পারে ৪,১৫০ mAh এর ব্যাটারি। সাথে থাকবে ৬ জিবি র্যামের সাপোর্ট এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। জানা গিয়েছে যে এই ফোনে দেওয়া হবে ৩৩w এর ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে প্রসেসর হিসেবে দেওয়া হতে পারে Snapdragon 732G এর চিপসেট।
এই স্মার্টফোনটিকে ভারতে এই মাসে অথবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে। ভিয়েতনামে এই ফোনের দাম রাখা হতে [আরে ৭৫,০০,০০০-৮০,০০,০০০ VND অর্থাৎ ভারতীয় হিসেবে ২৩ থেকে ২৫ হাজার টাকার সমান। আসন্ন দিনে এই ফোন সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়ার আশা রাখা হচ্ছে।