জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানি Xiaomi ২৮এ ডিসেম্বর লঞ্চ করবে তাদের নতুন Mi 11 স্মার্টফোন। জানা গিয়েছে যে এই নতুন স্মার্টফোন Mi 10 এবং Mi 10T সিরিজের আপগ্রেডেড ভ্যারিয়েন্ট হবে। Xiaomi এর CEO লি জুন কিছুদিন আগে জানিয়েছিলেন যে Mi 11 এ দেওয়া হবে Snapdragon ৮৮৮ প্রসেসর।
গিজমোচায়নার রিপোর্টে জানানো হয়েছে যে Xiaomi Mi 11 স্মার্টফোন ২৯ এ ডিসেম্বর লঞ্চ করা হবে। তবে এখনও এই ফোনের লঞ্চ সম্পর্কে ২৮ তারিখ লঞ্চের তথ্য। এর আগে একটি রিপোর্টে জানা গিয়েছিল যে ডিসেম্বর মাসের শেষে কোম্পানি লঞ্চ করবে এই স্মার্টফোনটিকে।
সম্প্রতি এই স্মার্টফোনটিতে অর্থাৎ Mi 11 এবং Mi 11 pro কে দেখা গিয়েছিল ৩সি সার্টিফিকেশন সাইটে। এই লিস্টিং থেকেও জানা যায়নি স্মার্টফোনটি সম্পর্কে বিশেষ তথ্য। তবে জানা গিয়েছে যে এই ফনে দেওয়া হবে ৫৫ w এর ফাস্ট চার্জিং। অন্যদিকে অনুমান করা হচ্ছে যে এই ফোনে কোম্পানি একটি পাঞ্চ হোল কাট আউট এবং ট্রিপল রিয়ার ক্যামেরা দেবে।