Xiaomi মঙ্গলবার তথা আজ লঞ্চ করে দিয়েছে তাদের জনপ্রিয় Mi 10i স্মার্টফোন। এছাড়া এই সিরিজে কোম্পানি আগে লঞ্চ করেছিল Mi 10, Mi 10T এবং Mi 10T Pro স্মার্টফোন। Mi 10i তে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছিল যে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে ভারতীয় মার্কেটের জন্য।
দাম এবং উপলব্ধতা
এই ফোনটির ৬ জিবি+৬৪ জিবি স্টোরেজের বিকল্প টিকে ২০,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। অন্য বিকল্প ৬ জিবি+১২৮ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে ২১,৯৯৯ টাকায়। সেখানেই ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজের বিকল্পটিকে লঞ্চ করা হয়েছে ২৩,৯৯৯ টাকায়। ফোনটিকে গ্রাহক ৮ তারিখ থেকে ওপেন সেলে কিনতে পারবেন। এছাড়া mi.com এ ও কেনা যাবে ফোনটিকে।
স্পেসিফিকেশন
Mi 10i তে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে snapdragon 750G চিপসেট। ৮ জিবি পর্যন্ত র্যামের বিকল্প এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে রয়েছে ৫জি কানেকটিভিটি। পাওয়ার প্রদানের জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে ৪,৮২০ mAh এর প্রসেসর। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৩৩ w এর ফাস্ট চার্জিং।
এইবার কথা বলা যাক ক্যামেরা সম্পর্কে। ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে এই ফোনটিতে ১০৮ mp এর প্রাইমারী ক্যামেরা সেট আপ। অন্যদিকে এই ফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামের সেট আপ। ফ্রণ্ট ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে ১৬mp এর সেলফি ক্যামেরা।