স্মার্টফোন নির্মাতা কোম্পানি Xiaomi তাদের নতুন ফোন Mi 10i খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। কিন্তু লঞ্চের আগেই জানা গিয়েছে বেশ কিছু তথ্য। মোবাইল ইন্ডিয়ানের রিপোর্ট অনুসারে, টেক টিপস্টার ইশান আগরওয়ালের 91 Mobile এর সাথে মিলে Mi 10i এর স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে জানানো হয়েছে।
জানা গিয়েছে যে কোম্পানি Mi 10i স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে ৬জিবি+১২৮ জিবি এবং ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের সাথে। সাথে জানা গিয়েছে যে এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করতে চলেছে কমলা, নীল, কালো এবং সবুজ রঙের বিকল্পের সাথে।
অন্যদিকে কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে Redmi 9 power ও। চলুন জানা যাক Redmi 9 Power এর বিশেষত্ব। কোম্পানি সম্প্রতি Redmi Note 9 4G কে যে স্পেসিফিকেশন এর সাথে চীনে লঞ্চ করেছিল Redmi 9 Power এ ও থাকতে পারে সেই সমস্ত স্পেসিফিকেশন। সেই অনুমানের ভিত্তিতে, Redmi 9 Power এ দেওয়া হবে ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ওয়াটার নচ ড্রপ দেখা যাবে এই ফোনে। ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে চলেছে সেলফির জন্য। অন্যদিকে রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফোনটিকে চালানো হবে Snapdragon 662 প্রসেসরের সাথে। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।