আমেরিকায় লঞ্চ হয়ে গেল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট LG র নতুন বাজেট রেঞ্জের স্মার্ট ফোন LG K31। এই স্মার্টফোনে আপনারা পাবেন একটি নচ ডিসপ্লে, এবং দুটি রিয়ার ক্যামেরা। এই স্মার্টফোনে একটি মাত্র RAM + স্টোরেজ অপশন রয়েছে এবং রয়েছে একটি মাত্র কালার অপশন। এছাড়াও ফোনের বাঁদিকে একটি ডেডিকেটেড গুগল এসিস্টেন্ট বাটন থাকছে এই নতুন LG K 31 স্মার্টফোনে। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের কিছু ফিচার এবং দাম।
স্পেসিফিকেশন –
এ নতুন স্মার্টফোনে আপনারা পাবেন একটি মাত্র সিম ব্যবহার করার সুযোগ। এই স্মার্ট ফোন চলছে অ্যান্ড্রয়েড ১০ এর উপরে এবং থাকছে ৫.৭ ইঞ্চির একটি এইচডি প্লাস ফুল ভিশন ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। নতুন LG K31 এ দেওয়া হয়েছে বাজেট রেঞ্জ এর প্রসেসর মিডিয়াটেক হেলিও P22 এবং থাকছে ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফটো এবং ভিডিও শুট এর জন্য দুটি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন রিয়ার ক্যামেরা হিসেবে। এর প্রধান ক্যামেরা টি ১৩ মেগা পিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরা টি ২ মেগা পিক্সেলের ১২০ ডিগ্রী ফিল্ড অফ ভিউ লেন্স। সামনে থাকছে একটি ৫ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং একটি U আকৃতির নচ।
কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ৩,০০০ mAh ব্যাটারি যা আপনাকে ১১ ঘন্টার টকটাইম দেবে। এই স্মার্টফোনের ওজন ১৪৬ গ্রাম এবং এই ফোনের বাঁদিকে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে।
দাম –
এই স্মার্টফোন আপনারা কেবলমাত্র ২ জিবি RAM + স্টোরেজ অপশনে পাবেন। এছাড়াও থাকছে শুধুমাত্র সিলভার কালার অপশন। স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৪৯.৯৯ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায়