আর কিছু দিনের মধ্যে Lenovo চিনে লঞ্চ করতে চলেছে Lemon ব্র্যান্ড এর স্মার্টফোন । এই ব্র্যান্ড এর প্রধান উদ্দেশ্য হল চীনের এন্ট্রি লেভেল এবং মিড রেঞ্জ গ্রাহকদের আকর্ষণ করা। মঙ্গলবার অর্থাৎ ৯ ডিসেম্বর কোম্পানি চীনে লঞ্চ করতে চলেছে Lemon K12 স্মার্টফোন।
কোম্পানির দ্বারা রিলিজ করা পোস্টার হতে জানা গিয়েছে Lemon K12 ফোনটির সম্পর্কে বিস্তারিত ভাবে। তবে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানি কোনও তথ্যই প্রদান করেনি। তবে টিজার থেকে জানা গিয়েছে যে এই ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে, বাম দিকে থাকবে হার্ডওয়্যারের সুইচ। এছাড়া জানা গিয়েছে ফোনটির ক্যামেরা সম্পর্কেও। এই স্মার্টফোনে থাকতে চলেছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সম্প্রতি ফোনটিকে চৌক আকৃতির মডিউলের সাথে দেখা গিয়েছে।
সূত্র হতে জানা গিয়েছে যে, কোম্পানি চীনে এই ফোনটিকে লঞ্চ করবে Motorola এর রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। তবে সত্যিই এটি রিব্র্যান্ডেড ভার্সান হবে নাকি , তা সম্পর্কে এখনও কোনও কিছু বলেনি কোম্পানি।
বলা বাহুল্য, সম্প্রতি একটি ফোনকে মডেল নং xt091-7 এর সাথে দেখা গিয়েছে চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট TENAA তে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে বেশ কিছু ফিচার। লিস্টিং থেকে জানা গিয়েছে যে এটি চীনে লঞ্চ হওয়া Moto G9 Power স্মার্টফোন হতে পারে। অনুমান করা হচ্ছে যে Moto E7 Plus কে কোম্পানি ব্র্যান্ড পরিবর্তন করে বিক্রি করবে চীনা বাজারে।