ভারতীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Lava Z2 Max। এর আগের বছর জানিয়ারি মাসে দেশে লঞ্চ হয়েছিল ভ্যানিলা লাভা Z2 Max। সেই ফোনের পরে এইবার নতুন মডেল লঞ্চ করে দিল কোম্পানি। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Mediatek SoC। অন্যদিকে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৬০০০ mAh এর ব্যাটারি। অন্যদিকে রয়েছে বহু নতুন ধরনের ফিচার ও। চলুন জানা যাক এই মোবাইল সম্পর্কে বিস্তারে,
Lava Z2 Max ফোনের দাম
এই ফোনটিকে কোম্পানি কেবল একটি বিকল্পের সাথেই লঞ্চ করেছে। সেই বিকল্পে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। এই বিকল্পের দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ৭,৭৯৯ টাকা। Amazon, Flipkart এ গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন। কিনতে পারবেন কোম্পানির ওয়েবসাইটে ও।
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ডুয়াল সিম এবং সাথে ৭ ইঞ্চির HD+ ডিসপ্লে। অন্যদিকে রয়েছে গোরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ১৩ mp এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ mp এর সেলফি ক্যামেরা। ফোনটিকে চার্জ দিতে সময় লাগবে ৩ ঘণ্টা ৪৭ মিনিট। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে ৬০০০ mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তবে কোনও ফাস্ট চার্জিং এর সাপোর্ট নেই।