বহুদিন আগে শোনা গিয়েছিল Lava Be U লঞ্চের কথা। এইবার চমক দেখিয়ে দিল স্মার্টফোন নির্মাতা কোম্পানি Lava. কেবল মহিলাদের কথা মাথায় রেখে কোম্পানি বানিয়েছে এই ফোনটিকে। দাম রাখা হয়েছে কেবল ৬,৮৮৮ টাকা। এটিকে বাজেট স্মার্টফোন বলা চলে।
ক্যামেরা ও লুক- লাভার এই নতুন ফোনে রয়েছে। এই ফোনে রয়েছে একটি ১২ mp এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। সেখানেই ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮mp এর সেলফি ক্যামেরা। তবে ফোনটি আকর্ষণ করছে গ্রাহকদের তার লুকের মাধ্যমে। এই ফোনে দেওয়া হয়েছে ডায়মন্ড কালার কম্বিনেশন এবং ফোনের লুক ও খুবই আকর্ষনীয়। মহিলাদের জন্য এই ফোনে দেওয়া হয়েছে বহু উন্নত অ্যাপ। যদি আপনিও বাড়ির মহিলাদের জন্য সেরা ফোন ৭,০০০ টাকার মধ্যে ফোন খুঁজে থাকেন। তবে এটি আপনার জন্য অন্যতম বকল্প হতে চলেছে।
স্পেসিফিকেশন
Lava Be U ফোনে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের বিকল্প। সাথে রয়েছে IMG8322 GPU। ১.৬ গিগাহার্টজ এর অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। দুই রঙে উপলব্ধ এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,০৬০ mAh এর ব্যাটারি