ভারতীয় স্মার্টফোন কোম্পানি Lava কাল অর্থাৎ ৭ ই জানুয়ারি লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন। লঞ্চের আগে কোম্পানি এই আসন্ন স্মার্টফোঙ্কে টিজ করে দিয়েছে। কিছুদিন আগে ৯১ মোবাইলস এর একটি রিপোর্টে বলা হয়েছে Lava ৭ জানুয়ারি তাদের চারটি স্মার্টফোন ভারতে লঞ্চ করবে। লঞ্চের আগে কোম্পানি এই স্মার্টফোনের দাম সম্পর্কে কোনও তথ্যই প্রদান করেনি। অন্যদিকে এই ফোনে দেওয়া হবে ১৬ mp এর ফ্রন্ট ক্যামেরা।
কোম্পানি ৭ জানিয়ারি লঞ্চ হতে চলা এই ফোনটি সম্পর্কে টুইট করে জানিয়েছে। টুইট এর আধারে জানানো হয়েছে কোম্পানি সিঙ্গেল এবং ডিয়াল ট্রিপল রিয়ার ক্যামের সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানায়নি। তবে অনুমান করা হচ্ছে যে এই স্মার্টফোনে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
রিপোর্ট হতে জানা গিয়েছে যে এই ফোনটিতে থাকতে পারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি এর স্টোরেজ। ৭ জানুয়ারি অর্থাৎ কাল লঞ্চ করবে এই ফোনটিকে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটির দাম ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মাঝে রাখা হবে।