Xiaomi Mi 11 এর দাম লঞ্চের আগেই লিক হয়ে গিয়েছে অনলাইনে। লিক থেকে জানা গিয়েছে যে আসন্ন Xaiomi এর ফ্ল্যাগশিপ স্মারটফোনের দাম রাখা হবে Mi 10 এর থেকে বেশি। Mi 10 কে ফেব্রুয়ারি মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। তবে সেই ফোনটিকে ভারতে লঞ্চ করা হয়েছে মে মাসে। সম্প্রতি অনলাইনে লিক হওয়া একটি ভিডিও তে ফোনটির লুক এবং তথ্য সম্পর্কে বেশ অনেকটাই জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে আগামী সপ্তাহে ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে চীনা মার্কেটে। ফোনটির সাথে লঞ্চ করা হবে Mi 11 Pro কেও।
Xiaomi Mi 11 এর দাম (সম্ভাবনা)
Xiaomi Mi 11 এর দাম সম্পর্কে একটি মাইক্রোব্লগিং সাইটে সম্প্রতি প্রদাঙ্করা হয়েছে কিছু তথ্য। ৮জিবি+১২৮জিবি এর ফোনটির দাম রাখা হতে পারে ৪,৫০০ চীনা ইউয়ান অর্থাৎ ভারতীয় ৫০,৭০০ টাকার সমান। সেখানেই ৮ জিবি এবং ২৫৬ জিবি বিকল্পটির দাম রাখা হতে পারে ৪,৮০০ ইউয়ান, অর্থাৎ ভারতীয় ৫৪,০০০ টাকার সমান। সেখানেই ১২ জিবি+২৫৬ জিবি বিকল্পটির দাম রাখা হতে পারে ৫,২০০ ইউয়ান অর্থাৎ ৫৮,৬০০ টাকার সমান।
সেখানেই Mi 10 এর ৮জিবি+১২৮জিবি এর দাম রাখা হয়েছিল ৩,৯৯৯ ইউয়ান। অন্যদিকে এই ফোনটির দাম ছিল ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু। বলা বাহুল্য, কোম্পানি একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করবে এই ফোনদুটিকে।