Infinix এর মাসে ভারতে নতুন স্মার্টফোন, স্মার্ট TV এবং সাউন্ড বার লঞ্চ করার জন্য প্রস্তুত। Infinix দেশে তাদের নতুন স্মার্ট সিরিজের নতুন হেডসেট smart HD 2021 লঞ্চ করতে চলেছে। এই ফোনটিতে দেওয়া হতে চলেছে বহু নতুন ফিচার।
Infinix India এর CEO এক ইন্টারভিউ তে জানিয়েছেন যে কোম্পানি এর এক যোজনা হিসেবে নতুন হেডসেট SMart Hd 2021 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির সাইটে লিস্ট করে দেওয়া হয়েছে ফোনটির স্পেসিফিকেশন।
স্পেসিফিকেশন
Infinix Smart Hd ২০২১ এ দেওয়া হতে চলেছে ৬.১ ইঞ্চির IPS HD+ ডিসপ্লে। যার রেজোলিউশন হবে ৭২০x১৫৬০ পিক্সেল। ফোনটিতে ১.৩ গীগাহার্টজ এর চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে ২ জিবি+৩২ জিবি ইনবিল্ট স্টোরেজের সাথে। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হবে ৫,০০০ mAh এর ব্যাটারি। সাথে থাকতে চলেছে ৫w এর চার্জিং সাপোর্ট। এছারা ফোনটিতে থাকতে চলেছে ৮mp এর রিয়ার ক্যামেরা। সেলফির জন্য দেওয়া হতে চলেছে ৮ mp এর সেলফি ক্যামেরা।