সম্প্রতি স্মার্টফোন নির্মাতা কোম্পানি Infinix দাম বাড়িয়ে দিয়েছে তাদের লেটেস্ট স্মার্টফোন Infinix Zero 8i এর। এই স্মার্টফোনের দাম বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে। Infinix এর এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Mediatek Helio G90T প্রসেসর। এছাড়া এই ফোনে রয়েছে বড় ব্যাটারির সাপোর্ট।
দাম
যখন Infinix তাদের এই স্মার্টফোন Infinix Zero 8i কে লঞ্চ করেছিল তখন এই ফোনটির দাম রাখা হয়েছিল ১৪,৯৯৯ টাকা। এখন কোম্পানি এই ফোনটির দাম ১,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে। এখন গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ১৫,৯৯৯ টাকায়। এই স্মার্টফোনকে দুটি রঙে উপলব্ধ করা হয়েছে।
স্পেসিফিকেশন
Infinix Zero 8i এর সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। পাকিস্তান লঞ্চ হতে জানা গিয়েছে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ই। Infinix Zero 8 এ দেওয়া হয়েছে ৬.৮৫ ইঞ্চির ফুল HD+ পাঞ্চহোল ডিসপ্লে। ফোনটিতে রয়েছে হেলিও জি৯০ টি । ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি।ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেট আপ। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৪৫০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।