Infinix ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন Infinix Smart HD 2021। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। গ্রাহক এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি কিনতে পারবেন কেবল ৫,৯৯৯ টাকায়। ফোনটির প্রথম সেল হবে ২৪ এ ডিসেম্বর। এই ফোনটি ই কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ করা হয়েছে। এখন চলুন জানা যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত ভাবে,
Infinix Smart HD 2021 এর ফিচার এবং স্পেসিফিকেশন
ফোনটিতে ৬.১ ইঞ্চির Hd+ ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির অ্যাস্পেক্ট রেশিও ১৯:৫:৯ এবঙ্গ স্ক্রীন টু বডি রেশিও ৮৫%। ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Mediatek Helio A20 কোয়াড কোর চিপসেট।
ফটোগ্রাফির দল থেকে দেখলে ফোনটিতে দেওয়া হয়েছে ৮mp এর রিয়ার ক্যামেরা। সাথে সেলফির জন্য দেওয়া হয়েছে ৫mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ৫,০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে।