Infinix স্মার্টফোন কোম্পানি Zero সিরিজের একটি নতুন ফোন Zero 8i লঞ্চ করতে চলেছে। কোম্পানি হতে জানানো হয়েছে যে এই ফোনটিকে লঞ্চ করা হবে ৩রা ডিসেম্বরে। Infinix Zero 8i কে সম্প্রতি লিস্ট করা হয়েছে ই কমার্স সাইট ফ্লিপকার্টে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে কোম্পানি ফোনটিকে লঞ্চ করতে চলেছে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে।
ফ্লিপকার্টে মারক্রোসাইট প্রস্তুত করে লেখা হয়েছে ‘Come Back Tomorrow to Know More’। এটি থেকে অনুমান করা চলে যে এই আসন্ন সময়ে এই মাইক্রো সাইট থেকে ফোনটি সম্পর্কে জানা যাবে বেশ কিছু তথ্য।
Infinix Zero 8i এর দাম (সম্ভাবনা)
কোম্পানি এই ফোনটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি। তবে Zero 8i কে পাকিস্তানে লঞ্চ করা হয়েছে এর আগেই। ফোনটির দাম রাখা হয়েছিল সেখানে ৩৪,৯৯৯ PKR ( যা প্রায় ১৫,৬২০ টাকার সমান)। এই দাম থেকে অনুমান করা হচ্ছে যে ভারতে এই ফোনটির দাম রাখা হবে ১৫,০০০ টাকার আশেপাশে।
স্পেসিফিকেশন
Infinix Zero 8i এর সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। পাকিস্তান লঞ্চ হতে জানা গিয়েছে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ই। Infinix Zero 8 এ দেওয়া হয়েছে ৬.৮৫ ইঞ্চির ফুল HD+ পাঞ্চহোল ডিসপ্লে। ফোনটিতে রয়েছে হেলিও জি৯০ টি । ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি।ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেট আপ। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৪৫০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।