জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে বাজেট ফোন Infinix Hot 10 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
এই ফোনটিকে সেলে গ্রাহক কিনতে পারবেন ২,৫০০ টাকা ছাড়ের সাথে। ৪ জিবি+৬৪ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। তবে ৯,৪৯৯ টাকার ফোনটিকে গ্রাহক ৫৪৯ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ৮,৯৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
স্পেসিফিকেশন
Infinix এর এই নতুন ফোন Hot 10 তে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি HD+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৬ জিবি র্যামের এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও জি৭০ প্রসেসর।
ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ । সেলফির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে কোম্পানি তরফ থেকে। এই স্মার্টফোনে ৫০২০ mAh ব্যাটারির সাথে ১০W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে