বিশ্বে বর্তমানে সবথেকে বেশি মোবাইল প্রস্তুত করা হয় চীনে। তবে, এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নাম ভারতের। এবারে এই ক্ষেত্রে চীনকে টপকে এক নম্বরে যাবার লক্ষ্যমাত্রা স্থির করলো ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর রবিশঙ্কর প্রসাদ এদিন জানিয়েছেন, খুব শীঘ্রই বিশ্বে মোবাইল প্রস্তুতকারক দেশ হিসাবে ভারত এক নম্বরে উঠে আসতে চলেছে। এইজন্য ভারত নিত্য নতুন পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন।
মূলত, পি এল আই এই স্কিমের মাধ্যমে আরো বেশি বিদেশি সংস্থা যাতে ভারতে বিনিয়োগ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখছে ভারত সরকার। রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, এই PLI স্কিম আরো অন্যান্য সেক্টরে নিয়ে আসা হবে। এর মাধ্যমে ভারতকে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক হাব হিসেবে স্থাপন করা সম্ভব হবে।
FICCI এর বার্ষিক সাধারণ সভায় যোগ দেবার সময় রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ” আমরা ভারতকে মোবাইল উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে নিয়ে যেতে চাই। চীনকে টপকে এটাই আমাদের সব থেকে বড় লক্ষ্য বর্তমানে।” প্রসঙ্গত, ২০১৭ সালে ভারত হয়ে উঠেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী দেশ। এনপিআইয়ের গণনা অনুযায়ী, আগামী ২০১৬ সালে মোবাইল প্রস্তুত থেকে ভারতের আয়ের ১৩ লক্ষ কোটি টাকা আসতে চলেছে। এই কারণেই বর্তমানে ইলেকট্রনিক্স সেক্টরের দিকে নজর দিয়েছে ভারত সরকার।