মেক ইন ইন্ডিয়া লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। দেশি স্মার্টফোন নির্মাতা কোম্পানি সংস্থা InBlock ভারতে Blockchain স্মার্টফোন লঞ্চ করে দিল। এই InBlock কোম্পানিটি আসলে টেক ফার্ম FESSChain এর। প্রধানমন্ত্রী মোদীর ‘ভোকাল ফর লোকাল’ ডাকে সাড়া দিয়েই কিছু দিন আগে এই FESSChain দেশি স্মার্টফোন সংস্থা নিয়ে আসে, যার নাম InBlock।
মঙ্গলবার তথা কাল মোট তিনটি ফোন লঞ্চ করেছে Blockchain ফোন। যেগুলির দাম একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। আর সেই তিনটি স্মার্টফোন হল Inblock E12, E10, E15। Inblock এর কর্মকর্তা নিশ্চিত বার্তা দিয়ে জানানো হয়েছে, এই স্মার্টফোনগুলি সম্পূর্ণভাবে ভারতে তৈরি হয়েছে এবং কোনও চিনা পার্টস ব্যবহার করা হয়নি।
খারাপ হলেই আবার নতুন ফোন দেবে সংস্থা
InBlock এর তরফে বলা হচ্ছে যে, এই তিন ফোনের মধ্যে যদি গ্রাহকের কেনার মধ্যে কোনও একটি ফোন খারাপ হয়, তবে ওয়ারেন্টি পিরিওডের মধ্যে নতুন ফোন দেবে কোম্পানি। উত্তরপ্রদেশের সেক্টার ৬৩ তে InBlock এর কারখানা তৈরি করা হয়েছে। লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী কপিল দেব আগরওয়াল, রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নীলিমা কাটিয়া এবং InBlock-এর প্রতিষ্ঠাতা দুর্গা প্রসাদ ত্রিপাঠির উপস্থিতিতে।
InBlock E15 এর দাম এবং ফিচার
Inblock E15 স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে তিনটি বকল্পের সাথে। সেখানে গ্রাহক এই ফোনটিকে পাবেন 8,60০ টাকায়। তবে এটি ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম। বেস বিকল্পে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।