ভারতের বাজারে এবার একদম বাজেট মূল্যে Hyundai কোম্পানি নয়া ইলেকট্রিক SUV গাড়ি লঞ্চের পরিকল্পনা করছে। এই গাড়িগুলির ৯০ শতাংশ ভারতের কারখানাতেই তৈরি হবে বলে জানা গিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২০২৩ সালের মধ্যে হুন্ডাই তাদের বাজেট লেভেলের ছোট SUV গাড়ি ভারতের বাজারে লঞ্চ করে দেবে। সম্প্রতি সাউথ কোরিয়ায় এই গাড়ি টেস্ট করা হচ্ছে এমন দেখা গেছে। বর্তমানে কোম্পানি Hyundai AX নামে এই গাড়ির প্রজেক্ট করছে।
জানা গিয়েছে, Hyundai তাদের নয়া ছোট ইলেকট্রিক SUV গাড়ি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনবে। হয়তো এই গাড়ির দাম ১০ লাখের চেয়েও কম হতে পারে। এবার গাড়িটি ২০২৩ সালে লঞ্চ হলে কত দাম হয়, সেটাই দেখার। তবে বর্তমানে ভারতের বাইরে Hyundai কোম্পানি Kona Electric 2020 নামের একটি ইলেকট্রিক সেডান গাড়ি লঞ্চ করেছে। বর্তমানে এই গাড়িটি মোট ১৬ টি রঙের অপসানে পাওয়া যাচ্ছে। আসুন আজকের এই প্রতিবেদনে Kona Electric 2020 গাড়ির স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন।
Kona Electric 2021 গাড়িতে ৩৯.২ কিলোওয়াটের একটি ব্যাটারি ও ১৩৪ bhp এর একটি মোটর দেখা যাবে। এই গাড়িটি একবার চার্জ করলে ৩০০ মাইল পথ যেতে পারবে। এছাড়াও এর টপ স্পিড ১৬৭ কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়ির সাথে কোম্পানি একটি ১০০ Kw এর ফাস্ট চার্জার দেবে যা গাড়িটিকে মাত্র ৪৭ মিনিটে ৮০ শতাংশ চার্জ করতে পারবে। এছাড়াও এই গাড়ির একটি বড় ব্যাটারি ভেরিয়েন্ট আছে। তাতে ৬৪ kWh এর ব্যাটারি ও ২০১ bhp এর ইলেকট্রিক মোটর পাওয়া যাবে। এই গাড়িটি একবার ফুল চার্জে ৪৮০ কিলোমিটার পথ অব্দি যেতে পারে। এই গাড়ির ২০২০ মডেল এখনো অবধি ভারতে আসেনি। তবে ২০১৯ Hyundai Kona Electric গাড়ির দাম ভারতে বাজারে ২৩.৯ লাখ টাকা। এরপর কোম্পানি কবে ভারতের বাজারে তাদের নয়া ইলেকট্রিক গাড়িগুলি লঞ্চ করবে, সেটাই দেখার।