চীনা টেক কোম্পানি Huawei এই তরফ থেকে সম্প্রতি লঞ্চ করা হয়েছে তাদের Mate 40 ফ্ল্যাগশিপ সিরিজ। এইবার কোম্পানি নিয়ে আসতে চলেছে P সিরিজের একটি ফোন। অনুমান করা হচ্ছে যে P সিরিজের এই ফোনকে বছরের শুরুতেই লঞ্চ করবে কোম্পানি। অর্থাৎ বলা চলে যে আগামী বছর মার্চ/এপ্রিম মাসে আমরা এই ফোনটিকে দেখতে পাব।
সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফোনটতে দেওয়া হতে চলেছে Samsung Display এবং LG Display। এই দুটি বৃহৎ কোম্পানি থেকে Huawei তার এই নতুন ফোনের জন্যে OLED ডিসপ্লে নেবে বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনে ব্যবহার করা হতে পারে Kirin 9000 প্রসেসর।
পাওয়ার ফুল ইন হাউজ চিপ
Huawei P50 সিরিজের ফোনগুলিতে ব্যবহার করা হতে পারে Kirin 9000 এর চিপসেট। এই চিপসেট কোম্পানি কিছুদিন আগে Mate সিরিজের সাথেই প্রস্তুত করেছিল। তখন তাদের কাছে জমা ছিল Kirin 9000 প্রসেসরের স্টক জমা ছিল। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ফোন প্রস্তুত করার সময় Mediatek এবং Qualcomm প্রসেসরের দরকার পরবে কোম্পানির।