বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো আধার কার্ড। Uidai এর দ্বারা জারি করা এই আধার কার্ডে ব্যবহারকারীদের সমস্ত ধরনের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য সঞ্চিত করা থাকে। এই আধার কার্ড আপনার সমস্ত ধরনের সরকারি প্রকল্পের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে কলেজে এডমিশন এর জন্য আধার কার্ড প্রয়োজন হয়। তাই আধার কার্ড ছাড়া বর্তমানে চলা সম্ভব নয়। কিন্তু আধার কার্ডের তথ্য অনেক সময় ভুল থাকতে পারে। আমার আধার কার্ডের তথ্য অনেক সময় সংশোধন করার প্রয়োজন হতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক কিভাবে সহজ পদ্ধতিতে আধার কার্ডের তথ্য আপনি আপডেট করতে পারবেন।
আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য আপনাকে ১০০ টাকা চার্জ করা হবে ( বায়োমেট্রিক তথ্য আপডেট এর জন্যই এই চার্জ )। আবার যদি আপনি ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে চান তাহলে দিতে হবে মাত্র ৫০ টাকা। আধার কার্ডে যে কোন ধরনের পরিবর্তন করাতে হলে আপনাকে সঠিক প্রমাণ পত্র দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে আপনার আধার কার্ডের তথ্য পরিবর্তিত হবে। বর্তমানে আইডি প্রুফ হিসাবে ৩২টি ডকুমেন্ট, অ্যাড্রেস প্রফ হিসেবে ৪৫টি ডকুমেন্ট এবং জন্মতারিখ বদলানোর ক্ষেত্রে ১৫ টি ডকুমেন্ট গ্রহন যোগ্য।
আপনাদের জানিয়ে রাখি, আধার রেজিস্ট্রেশন এর জন্য কিন্তু কোনোরকম চার্জ দিতে হয় না। সারা ভারতের সমস্ত নাগরিকের জন্য এই পরিষেবা সম্পূর্ণ ফ্রি। তবে আধার কার্ড আপডেট করার সময় কিছু টাকা লাগে। তবে অনেক সময় আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য অনেকে অতিরিক্ত টাকা চার্জ করে। যদি সেরকম কিছু থাকে তাহলে আপনি uidai এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।
যদি আপনার কোন কারনে এনরোলমেন্ট স্লিপ হারিয়ে যায়, তাহলে আপনি খুবই সহজে ১৯৪৭ নম্বরে ফোন করে আপনার এনরোলমেন্ট নম্বর ফেরত পেতে পারেন। এছাড়া, https://resident.uidai.gov.in/lost-uideid লিংক থেকেও আপনার আধার নম্বর বা এনরলমেন্ট আইডি ফেরত পেতে পারেন।