যদি আপনাকে কেউ বলে যে কোনও নং কে সেভ না করেও আপনি তার সাথে কথা বলতে পারবেন নিজের Whatsapp এ। তবে কি আপনি তা বিশ্বাস করবেন? অবাক হবেন তাইতো? আজ আমরা আপনাকে এই পদ্ধতি ই বলবো, যেটিকে ব্যবহার করে আপনি খুব সহজে কারও নং সেভ না করেও কথা বলতে পারবেন সেই ব্যক্তির সাথে,
নং সেভ না করে এইভাবে করুন ম্যাসেজ
১। সবার আগে নিজের মোবাইল অথবা ডেস্কটপে Web ব্রাউজার অন করুন।
২। তারপর https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxxxx লিংক কপি করে পেস্ট করুন। তবে পেস্ট করার আগে xxxxxxxxxxx এর স্থানে নিজের নং টিকে লিখবেন। দেখবেন যেন প্রথমে দেশের কোড লিখবেন।
৩। এইবার নিচে Message +911234567890 on Whatsapp লিখতে হবে। সেখানেই Message লেখা দেখতে পাবেন।
৪। তবে তখনই Message দেখাবে Looks like you don’t have whatsapp installed! Download or use Whatsapp Web তখন আপনি চাইলে Whatsapp ডাউনলোড করতে পারবেন। অথবা Whatsapp Web এ ও চালাতে পারবেন।