বেশিরভাগ সময় আমরা দেখি যে যখন আমরা একটি ভালো ছবি তুলি এবং সেটিকে নিজের কোনও প্রিয়জনকে Whatsapp এর মাধ্যমে পাঠাই , তখন তা অনেকতাই খারাপ হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন যে Whatsapp এ ইতমধ্যেই রয়েছে একটি ফিচার, যা ব্যবহার করে ছবি পাঠালে , তা খারাপ হবেনা। আজ আমরা কথা বলব এমন একটি ফিচার সম্পর্কে, যা আপনার তোলা ছবিকে পাঠাবে আসল রেজোলিউশনের সাথে। তার আর সময় নষ্ট না করে, চলুন জানা যাক ফিচার টি সম্পর্কে,
কি করে Whatsapp এর মাধ্যমে পাঠাবেন ছবি, তার কোয়ালিটি নষ্ট না করেই
১। সবার আগে Whatsapp এ যাকে ছবি টি পাঠাবেন , তার চ্যাটটি ওপেন করুন।
২। সেখানে নিচে আপনি একটি সংযুক্তি বিকল্প পাবেন। সেখানে ক্লিক করুন।
৩। তারপরে সেই সংযুক্তি বিকল্পে আপনি দেখতে পারবেন ডকুমেন্ট বিকল্পটিকে। সেখানে ক্লিক করুন
৪। সেখানে আপনি ক্যামেরা এবং গ্যালারি সহ বহু বিকল্প পাবেন। সেটিকে ব্যবহার করুন এবং ছবিটিকে পাঠান।
৫। এভাবে ছবি পাঠালে ছবিটি খারাপ হবেনা এবং তা নিজের আসন কোয়ালিটিতে যাবে।