অনেক সময় আমরা YouTube এ Music শুনতে চাই কিন্তু ভিডিও গুলি ব্যাকগ্রাউন্ডে চালানো সম্ভব হয়না। যদিও আজকাল বেশিরভাগ গান অডিও স্ট্রিমিং প্লাটফর্মে শোনা যায়। তবে কিছু এমন কন্টেন্ট ও আছে যে কেবল YouTube এ পাওয়া যায়। এমন সময় আমরা চাই YouTube কে ব্যাকগ্রাউন্ডে চালাতে এবং সাথে নিজের কাজ চালিয়ে যেতে। সাধারণত YouTube ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে সাবস্ক্রাইব করার প্রয়োজন পরে। তবে আজ আমরা আপনাদের এমন এক পদ্ধতি বলবো যার দ্বারা আপনি বিনা সাবস্ক্রাইব করেই চালাতে পারবেন YouTube ভিডিও। চলুন জানা যাক উপায়,
Android ফোন ব্যবহারকারীদের জন্য টিপস
প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। এরপর টাইপ করুন YouTube.com। এর পর ক্রোমের ওপরের দিকে তিনটি ডট দেখতে পারবেন। সেটিতে ক্লিক করে Desktop Site বিকপ্লে ক্লিক করুন। এইবার Youtube এ নিজের পছন্দের ভিডিও ক্লিক করুন। ভিডিও তে ক্লিক করে প্লে করার পর নিজের ফোনের হোম সুইচটি ক্লিক করুন।
এরপর নোটিফিকেশন প্যানেলটিকে নীচে নামিয়ে দেখুন সেখানে ভিডিও টি প্লে করার অপশন রয়েছে। এইবার কেবল প্লে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে Background এ ভিডিও প্লে৷
IOS এর ক্ষেত্রে
প্রথমে সাফারি ব্রাউজারে যান। সেখানে YouTube.com সার্চ করুন। তারপর ওপরের aA তে ক্লিক করলেই সেখানে রিকোয়েস্ট ডেক্সটপ মোড অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে নিজের পছন্দের ভিডিও চালান আর হোম স্ক্রিনে ক্লিক করুন। এইবার ব্যাকগ্রাউন্ড সেই ভিডিও চলতে শুরু করবে।