ভিডিও স্ট্রিমিং প্ল্যার্টফর্ম Youtube ভারতেই শুধু নয়, সারা বিশ্বে খুবই জনপ্রিয় । এখানে ব্যবহারকারী নিজের ইচ্ছে অনুসারে ট্রেন্ডিং অনুসারে ভিডিও, মুভি ট্রেলার, গান, গেম স্ট্রিম, খবর ইত্যাদি বাকি ভিডিও দেখতে পারেন। কেবল এটিই নয়, গ্রাহক অফলাইনে ভিডিও সেভ ও করতে পারবেন। তবে Youtube তার ব্যবহারকারীকে সরাসরি সুযোগ দেন না ভিডিওগুলি ডাউনলোডের। তবে এমন কিছু উপায় রয়েছে যা ব্যবহার করে আপনিও ডাউনলোড করতে পারবেন Youtube এর ভিডিও। চলুন জানা যাক কিছু এমন সোজা উপায় সম্পর্কে,
কম্পিউটার ব্যবহারকারীরা ভিডিও ডাউনলোডের জন্য 4K Video Downloader ব্যবহার করতে পারেন। এটির ফ্রি ভার্সানও রয়েছে তবে সেখানে কিছু অ্যাড ও দেখানো হতে পারে। অ্যাড ছাড়া ডাউনলোডের জন্য আপনাকে এটির পেইড ভার্সান ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি Windows এবং Mac উভয় অপারেটিং সিস্টেমে ব্যবহার করা সম্ভব।
কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ
প্রথমে 4K Video Downloader ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। তারপর কম্পিউটারে কোনো Youtube চ্যানেল খুলুন এবং লিংক কপি করুন। সেই লিং অ্যাপ টিতে পেস্ট করুন। এরপর নিজের মতো করে ফাইল ফর্ম্যাট সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করলেই খুব সহজে ডাউনলোড হয়ে যাবে ভিডিও।
Software ছাড়া কি করে করবেন ডাউনলোড?
এটি করার জন্য আপনাকে Youtubeplaylist.cc নামের একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিংক দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ভিডিও।
অ্যান্ড্রোয়েড ফোনের ট্রিক
Android ফোনে ভিডিও ডাউনলোডের জন্য Videoder অ্যাপ এর সাহায্য নিতে পারবেন। এর জন্য ও একই পদ্ধত্বি অবলম্বন করতে হবে। লিংক নিয়ে পেস্ট করে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ভিডিও ।