সোশ্যাল ম্যাসেঞ্জিং অ্যাপ Whatsapp এ যদি কোনও গ্রাহক যদি ভুল করে ম্যাসেজ পাঠিয়ে থাকেন, তবে সেটিকে এখন সকলের জন্য ডিলিট করা সম্ভব। এই ফিচারকে Delete For Everyone বলা হয়ে থাকে। কিন্তু সেই মেসেজ কিছু সময় পরে আর ডিলিট করা সম্ভব হয়ে ওঠে না। আপনি কি জানেন, কিছু সময় পরেও সেই ম্যাসেজকে ডিলিট করা সম্ভব? চলুন জানা যাক কীভাবে?
সবচেয়ে প্রথমে আপনার 4G নেটওয়ার্ক কে বন্ধ করে দিন। তার পরে নিজের ফোনের সেটিংস বিকল্পে যান। সেখানে গিয়ে অ্যাপ সেটিংস এ ক্লিক করুন।
এর পরে ম্যানেজ বিকল্পে গিয়ে Whtasapp এ ক্লিক করুন। সেখানে একটি Force Stop বিকল্প পাবেন। সেটিকে ক্লিক করে তারপর ওকে তে ক্লিক করুন। তার পরে Whatsapp এর যে মিডিয়া ফাইল টিকে ডিলিট করতে চান সেই ডেট এবং টাইম টিকে নোট করুন। তারপর ফোনের সেটিংস এ যান। সেখানে গিয়ে Additional Settings এ ক্লিক করুন। সেখানে বহু অপশন পাবেন। এইবার Use Network Provided Time কে বন্ধ করুন।
এর পরে যেই সময় মেসেজ টি এসেছিল তার ৫ বা ১০ মিনিট পরের সময়কে বেঁছে নিন। এইবার আপনি যদি সেই মেসেজ টির ওপর ক্লিক করেন তবে দেখবেন Delete For Everyone বিকল্পটি চলে এসেছে। এইবার মেসেজ টিকে ডিলিট করতে পারবেন।