স্মার্টফোন নির্মাতা কোম্পানি Honor তাদের স্মার্টফোন Honor V40 কে লঞ্চ করতে চলেছে। Honor V40 স্মার্টফোনটিকে ১৮ ই জানিয়ারি ২০২১ কে লঞ্চ করতে চলেছে এই ফোনটিকে Honot V40 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে OLED ডিসপ্লে এবং কুল ৬ টি ক্যামেরা দেওয়া হয়েছে। সম্প্রতি এই স্মার্টফোনটির ফিচার সম্পর্কে জানা গিয়েছে।
স্পেসিফিকেশন
এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চির OLED ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে ৩২ mp+১৬ mp এর দুটি ক্যামেরা সেট আপ। এর সাথে কোম্পানি এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। এই স্মার্টফোনটিকে দেখা গিয়েছে Dimensity 1000+ প্রসেসর। এই ফোনটিতে দেওয়া হবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হবে ৪,০০০ mAh এর ব্যাটারি। সাথে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্টও।