ভারতের বাজারে এবার Honda মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া লঞ্চ করতে চলেছে কোম্পানির সবচেয়ে অত্যাধুনিক CB350 RS। এই বাইক তারা ৩৫০ সিসি থেকে ৫০০ সিসি রেঞ্জের বাইকের পোর্টফলিওতে যোগ করেছে। এই বাইক লং ট্রিপ এর জন্য ব্যবহার করা যাবে বলে কোম্পানি দাবি করেছে। ইতিমধ্যেই হোন্ডার প্রিমিয়াম ডিলারশিপে এই বাইক বুক করা যাচ্ছে। আসুন আজকের এই প্রতিবেদনের নতুন বাইকটি স্পেসিফিকেশন ও দাম সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
নতুন CB350 RS বাইকে একটি গোলাকার হেডলাইট ব্যবহার করা হয়েছে যার মধ্যে একটি ইউনিক রিং লাইট আছে যা বাইকটিকে একটু রেট্রো মর্ডান লুক দিয়েছে। এই বাইকে এলইডি স্লিক টেল ল্যাম্প দেওয়া হয়েছে। বাইকে হালকা ব্ল্যাক স্মোক ফ্রন্ট ও রিয়ার ফ্রেন্ডার ব্যবহার করা হয়েছে যা বাইকটিকে একটি স্পোর্ট স্পেশাল লুক দিয়েছে। এই বাইকে ৩৫০ সিসির এয়ার কুল, ৪ স্টোক, OHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ৫৫০০ rpm এ ১৫.৫ Kw পাওয়ার উৎপন্ন করতে পারে ও ৩০০০ rpm এ ৩০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়াও বাইকে অত্যাধুনিক PGMA-Fi প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যাতে প্রয়োজনমত তেল ব্যবহার করবে বাইকটি।
এই নতুন CB350 RS বাইকে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যাতে রাইডার খুব স্বাচ্ছন্দ্যে সাথে এই বাইক চালাতে পারে। শহরে জ্যামের মধ্যে বাইকের গিয়ার শিফট ও বারবার ক্লাচ ব্যবহার খুবই অস্বস্তির। তাই কোম্পানি তাদের বাইকে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ দিয়েছে যাতে খুব সহজে গিয়ার শিফট করা যায়। এই প্রযুক্তি সাধারণত প্রিমিয়াম বাইকে থাকে। বাইকে রেট্রো লুক বজায় রেখে একটি ডিজিটাল অ্যানালগ স্পিডোমিটার দেওয়া হয়েছে যাতে টর্ক কন্ট্রোল, এবিএস অ্যাক্টিভেশন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ব্যাটারি ভোল্টেজ ইত্যাদি সমস্ত তথ্য পাওয়া যাবে। বাইকে নিরাপত্তার জন্য ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং এই বাইকের সামনের চাকায় ৩১০ মিমি ও পিছনের চাকায় ২৪০ মিমির ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
এরপর আসা যাক কোম্পানির এই অত্যাধুনিক বাইকের দাম সম্বন্ধে। কোম্পানি তাদের নতুন CB350 RS বাইকের এক্স শোরুম মূল্য রেখেছে ১.৯৬ লাখ টাকা। এই বাইকটি বর্তমানে মোট দুটি রঙে পাওয়া যাচ্ছে। আপনি যদি মোটামুটি বাজেট মূল্য একটি সুপার স্পেসিফিকেশন ওয়ালা বাইক কিনতে চান তাহলে অবশ্যই CB350 RS বাইকে নজর রাখতে পারেন।