বর্তমানে বেশিরভাগ বাইক মেকার সংস্থা তাদের নয়া বাইকে কানেক্টিভিটি প্রযুক্তি আনছে। কিছুদিন আগেই Royal Enfield এর নয়া Meteor 350 তেও কানেক্টিভিটি ফিচারস দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার ভারতের জনপ্রিয় বাইক মেকার সংস্থা Hero MotoCorp এবার তাদের স্কুটির জন্য কানেক্টিভিটি ফিচারস আনবে। তথ্য অনুযায়ী, খুব শীঘ্রই Hero MotoCorp এর স্কুটিতে কানেক্টেড ফিচারস পাওয়া যাবে।
Hero MotoCorp এর কানেক্টেড ফিচারস একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এই অ্যাপে Hero Connect Riding ফিচারস এর সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এই অ্যাপের মাধ্যমে ট্রিপ অ্যানালিটিকস ও স্পিড ওয়ার্নিং এর মত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়াও কোন অসাধু ব্যক্তি আপনার স্কুটি চুরি করার বা স্কুটি নিয়ে কিছু করার চেষ্টা করলে আপনার স্মার্টফোনে সতর্কবার্তা পৌঁছে যাবে। আপনার যেই মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকবে সেই মোবাইল নাম্বার এই তৎক্ষণাৎ একটি এমার্জেন্সি ম্যাসেজ যাবে। ফলে আপনি তৎক্ষণাৎ আপনার স্কুটির সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন।
এছাড়াও Hero MotoCorp এর কানেক্টেড ফিচারস এর মাধ্যমে স্কুটি পড়ে গেলে আপনার স্মার্টফোনে তৎক্ষণাৎ অ্যালার্ম বেজে উঠবে। এছাড়াও জিপিএস সিস্টেম এর মাধ্যমে আপনার স্কুটি কখন কোথায় আছে তার লাইভ পজিশন মোবাইলে পাওয়া যাবে। গুগল ম্যাপের দ্বারা স্কুটির রিয়েল টাইম পজিশন পাওয়া যাবে। এই Hero MotoCorp এর কানেক্টেড ফিচারস পেতে গ্রাহকদের মাত্র ৪৯৯৯ টাকা খরচ করতে হবে।