জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google, Youtube এবং Gmail সমেত বেশ কিছু Google এর সার্ভিস অস্থায়ী ভাবে বন্ধ করা হয়েছে। গ্রাহকদের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সমস্যার। Google সার্ভিস ডাউনের খবর সর্বপ্রথম জানিয়েছে Downdetector। তবে Youtube, Google এবং Gmail সার্ভিস কি কারণে ডাউন হয়ে গিয়েছে তা সম্পর্কে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চইঞ্জিন হল Google। এছাড়া স্ট্রিমিং এবং ভিডিও দেখার জন্য অন্যতম বৃহৎ প্লার্টফর্মের কথা কে না জানে। Downdetector হতে সম্প্রতি একটি খবরে জানানো হয়েছে এ অস্থায়ীরূপে Google সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে। তবে কোম্পানি থেকে কাজ করা হচ্ছে এই ইস্যুর ওপরে। Google হতে এখনও কোনও বিষয় জানানো হয়নি। অনুমান করা হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে কোম্পানি ঠিক করে দেবে এই সমস্যা। প্রসঙ্গত উল্লেখ্য কিছু সময় আগে ডাউন করে গিয়েছিল Facebook এবং Instagram। তখনও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ব্যবহারকারীদের। তবে কিছুক্ষণের মধ্যে মিটিয়ে নেওয়া হয়েছে সমস্যা।