পরিষেবা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যগুলি পাওয়ার অভিযোগ উঠেছিল অনেকদিন আগে থেকেই । এইবার পাওয়া গেল তার প্রমাণ। প্রমাণ পাওয়া যেতে না যেতেই টেক জায়েন্ট Google। ইতিমধ্যেই ৫০০ কোটি ডলারের জরিমানার মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সংস্থা Google। Chrome ব্রাইজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় গ্রাহকদের তথ্যগুলি সংগ্রহ করে নিচ্ছে টেক জায়েন্ট।
এমনকি নিজের ব্যক্তিগত তথ্য আড়ালে রাখতে ইচ্ছুক ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করতে বলে হয়েছে। এইবার সেই মোডে ইনফরমেশন টয়াকিংয়ের টেক জায়েন্ট Google এর বিরুদ্ধে। অতয়েব এইবার মামলা এড়ানোর মত কোনও পথই খোলা নেই টেক জায়েন্টের কাছে।
এইদিন ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিং প্রতিষ্ঠান Google। এই অভিযোগে আগের বছরের জুনে তিন ব্যবহার কারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাদের আরও অভিযোগ গ্রাহকদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে টেক জায়েন্ট গুগল। তবে এই মামলার অভিযোগ খারিজ করে দিয়েছে Google।