গত সপ্তাহে আমরা জানতে পেরেছিলাম, Gionee নিয়ে আসতে চলেছে বাজেট রেঞ্জে একটি নতুন স্মার্টফোন যাতে আপনারা পেয়ে যাবেন ৫,০০০ mAh ব্যাটারি। এটি একটি সম্পূর্ণ এন্ট্রি লেভেল স্মার্ট ফোন এবং এই স্মার্টফোনে থাকতে চলেছে ২ জিবি RAM।
Gionee Max স্মার্টফোনে থাকছে ৬.১” এইচডি প্লাস ডিসপ্লে এবং একটি ওয়াটার ড্রপ নচ। আপনারা একটি ৫ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। পিছনে থাকবে ১৩ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সঙ্গে একটি বোকে ক্যামেরা দেওয়া হয়েছে, রেজোলিউশন এখনো অব্দি জানা যায়নি।
প্রসেসর হিসাবে থাকছে Spreadtrum SC9863A চিপসেট। আপনারা এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট পেয়ে যাবেন। সঙ্গে থাকবে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড অপশন থাকবে। এর মাধ্যমে আপনি আপনার স্টোরেজ ২৫৬ জিবি অবধি বাড়িয়ে ফেলতে পারবেন।
এই স্মার্টফোনের সবথেকে বড় কমতি হল, এই স্মার্টফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। তবে, আপনারা এই ফোনে ফেস আনলক ফিচার পেয়ে যাবেন। এই স্মার্টফোনের সবথেকে বড় ফিচার হলেও এর ব্যাটারি। স্মার্টফোনটিকে পাওয়ার দেবার জন্য, রয়েছে ৫,০০০ mAh এর একটি বিশাল ব্যাটারি। শুধু তাই নয় এই ব্যাটারীতে আপনারা রিভার্স চার্জিং ফিচারও পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা Gionee Max স্মার্টফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করতে পারবেন।
এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র ৫,৯৯৯ টাকা। এই স্মার্ট ফোন আসছে কালো, লাল এবং রয়েল ব্লু রঙের অপশনে। আগামী ৩১ আগস্ট থেকে ফ্লিপকার্টে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে।