চীনে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়ে গেল Gionee কোম্পানির নতুন স্মার্টফোন K3 Pro। এই স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই ভার্সনে । তবে এই স্মার্টফোনের সবথেকে অদ্ভুত হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পজিশন।
এই স্মার্টফোনে একটি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। সেই ক্যামেরা মডিউলের ডান দিকের নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। খুব অদ্ভুত শোনালেও, এটি হতে চলেছে এমন একটি স্মার্ট ফোন যার ক্যামেরা মডিউল এর মধ্যে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ডিজাইনের দিক থেকে বেশ ভালো হলেও, ফোনটি ব্যবহার করার সময় আপনার এক্সপেরিয়েন্স খুব একটা ভালো হবে না এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সঙ্গে। এই সেন্সরটি রয়েছে এমন একটি জায়গা যেখানে চট করে মানুষের আঙ্গুল পৌঁছায় না।
স্পেসিফিকেশন –
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও P60 প্রসেসর। এটি কোনোভাবেই 5G প্রসেসর নয়। আপনারা এই স্মার্টফোনে ৪ জিবি অথবা ৬ জিবি RAM পেয়ে যাবেন। সঙ্গে থাকবে ১২৮ জিবি এক্সপেন্ডেবল স্টোরেজ।
আপনারা এই স্মার্টফোনে পাবেন ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ৭২০×১৬০০ পিক্সেল IPS ডিসপ্লে। এই ফোনে থাকবে টিয়ার ড্রপ নচ, যার মধ্যে একটি ১৩ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা মডিউলে আপনারা পেয়ে যাবেন একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে বাকি দুটি ক্যামেরার স্পেসিফিকেশন আমরা জানি না এখনো। মনে করা হচ্ছে, এর মধ্যে একটি ক্যামেরা ডেপথ সেন্সিং ক্যামেরা হবে। এছাড়াও এই স্মার্টফোনে দেওয়া হবে ৪,০০০ mAh ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট।
দাম –
এই স্মার্টফোনের ৬ জিবি RAM মডেলের দাম রাখা হয়েছে CNY ৬৯৯ ( ভারতীয় মুদ্রায় ৭,৫০০ টাকার কাছাকাছি ) এবং ৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে CNY ৮৯৯ ( ভারতীয় মুদ্রায় ৮,৫০০ টাকার কাছাকাছি ) আপনারা এই স্মার্ট ফোন জেড গ্রীন এবং পার্ল হোয়াইট রং এ পেয়ে যাবেন।