Vivo ভারতে তাদের Y সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y51A লঞ্চ করে দিয়েছে। Vivo Y51A তে দেওয়া হয়েছে , ৫০০০ mAh এর ব্যাটারি এবং ১২৮ জিবি এর স্টোরেজ। ভারতে এর ফোনটিকে ২০ হাজার টাকার কমে ও লঞ্চ করা হয়েছে। Vivo Y51A কে মেড ইন ইন্ডিয়া এর অন্তর্গত ফোন হিসেবে নয়ডা এর ফ্যাক্টরি তে প্রস্তুত করা হয়েছে। চলুন জানা যাক এই নতুন ফোনে কি দেওয়া হয়েছে,
দাম এবং উপলব্ধতা
Vivo Y51A কে দেশে লঞ্চ করা হয়েছে ১৭,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। Vivo এর এই ফোনে দেওয়া হয়েছে ১০০০ টাকার ক্যাশ ব্যাক ও। তবে গ্রাহক তাকে পাবেন কেবল HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারে।
স্পেসিফিকেশন
Vivo Y51A তে ৬.৫৮ ইঞ্চি হ্যালো ফুলভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে যে ফুল HD+ রেজলিউশনের সাথে লঞ্চ হয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 662 এর চিপসেট। র্যাম হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এর স্টোরেজ।
ক্যামেরা হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে ৪৮mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে ১৬ mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।