এই বুধবার Tecno ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন Tecno Camon 16 Premier। এই ফোনে দেওয়া হয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, এছাড়া রয়েছে ৬৪ mp এর রিয়ার ক্যামেরার মতো বিশেষত্ব। এই ফোনটিকে দেশে লঞ্চ করা হয়েছে ২০ হাজার টাকার ও কম দামে। চলুন জানা যাক এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারে,
Tecno Camon 16 Premier এর দাম এবং উপলব্ধতা
Tecno Camon 16 এর প্রিমিয়ার কে দেশে ১৬,৯৯৯ টাকায় উপলব্ধ করা হয়েছে। এই ফোনটিকে কেবল গ্রাহক গ্ল্যাশিয়ার সিল্ভার বিকল্পে কিনতে পারবেন। ১৬ ই জানুয়ারি ফ্লিপকার্টে শুরু হবে এই ফোনের সেল।
স্পেসিফিকেশন
Tecno Camon 16 Premier এ দেওয়া হয়েছে ৬.৮৫ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও ৯০% দেওয়া হয়েছে এই ফোনে। প্রসেসর হিসেবে এই ফোনে গ্রাহক পাবেন হেলিও G90T চিপসেট। ফোনটিতে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিকল্প।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেট আপ। সেখানে আরেকটি ক্যামেরা ৮ mp এর দেওয়া হয়েছে। অন্যদিকে রিয়ার ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৪,৫০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮ w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।