Samsung এর ফ্ল্যাগশিপ ফোন Galaxy S21 Ultra কে লঞ্চ করে দেওয়া হয়েছে। ভারতের কথা বললে, গ্রাহক Galaxy S21 Ultra কে গ্রাহক দুটি বিকল্প তথা ১২ জিবি+২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি+৫১২ জিবি স্টোরেজের সাথে কিনতে পারবেন। গ্রাহক এই ফোনকে এক্সক্লুসিভ ভাবে Samsung.com এ কিনতে পারবেন। বলা বাহুল্য, এই ফোনটিকে গ্রাহক ১২+২৫৬ জিবি বিকল্পটির দাম রাখা হয়েছে ১,০৫,৯৯৯ টাকায়। সেখানেই ১৬ জিবি+২৫৬জিবি বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ১,১৬,৯৯৯ টাকায়। ফোনটিকে প্রি অর্ডার করতে পারবেন ২৫ জানুয়ারি থেকে। তবে বিক্রি শুরু হবে ২৯ জানুয়ারি শুরু হবে।
অফার
গ্রাহক যদি S21 Ultra স্মার্টফোনকে ২০,০০০ টাকার বেনিফিটের সাথে কিনতে পারবেন। সাথে HDFC এর ব্যঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে পাবেন ৫,০০০ টাকা অতিরিক্ত ছাড়।
স্পেসিফিকেশন
Samsung Galaxy S21 Ultra তে ৬.৮ ইঞ্চির Edge QHD+ ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই ফোনটিকে Snapdragon 888 এর সাথে লঞ্চ করা হলেও, অনুমান করা হচ্ছে যে কোম্পানির এই ফোনটি ভারতে প্রবেশ করতে পারে Exynos 2100 প্রসেসরের সাথে।
এই স্মার্টফোনের রিয়ার এ ৫ টি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনটির সামনে রয়েছে ৪০mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৫,০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ২৫ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।