জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে ফোল্ডেবেল ফোন Samsung Galaxy F41 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
গ্রাহক এই সেলে Samsung Galaxy F41 কে কিনতে পারবেন ৪,৫০০ টাকা ছাড়ে। ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। আগে ফোনটির দাম ছিল ১৯,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোনের ওপরে রয়েছে ১৪,২০০ টাকার এক্সচেঞ্জ অফার ও। অর্থাৎ ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ১,২৯৯ টাকায়৷
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি sAMOLED Infinity-U ডিসপ্লে। যার রেজলিউশন ১০৮০x২৪০০ এবং অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে দেওয়া হয়েছে Exynos 9611 প্রসেসর। গ্রাহক এই ফোনে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট বেঁছে নিতে পারেন। ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া রয়েছে ৩২ মেগাপিস্কেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিকে বললে ফোনটিতে রয়েছে ৬০০০ mAh ব্যাটারি এর সাথে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট।