Samsung একদিকে চেষ্টা করছে নতুন স্মার্টফোন লঞ্চের, অন্যদিকে কমিয়ে দেওয়া হচ্ছে আগের মোবাইলের ওপরও বিশেষ ছাড়। কোম্পানি এইবার ছাড় দিচ্ছে তাদের জনপ্রিয় স্মার্টফোন Galaxy A71 এর ওপর বিশেষ ছাড়। চলুন জানা যাক এই স্মার্টফোনটির দাম।
Galaxy A71 এর দাম
Samsung Galaxy A71 এর নতুন দামের দিকে নজর দিলে দেখা যাবে যে এই ফোনটির এক মাত্র বিকল্পকে গ্রাহক কিনতে পারবেন ২৭,৯৯৯ টাকায়। আগে ফোনটির দাম ছিল ৩০,৯৯৯ টাকা। গ্রাহক এই ফোনটিকে ৪ টি রঙের বিকল্পের সাথে কিনতে পারবেন।
অন্যদিকে ছাড় দেওয়া হচ্ছে Samsung Galaxy A51 এর ওপরেও। Samsung Galaxy A51 এর নরুন দামের দিকে নজর দিলে দেখা যাবে যে ৬ জিবি+১২৮ জিবি বিকল্পটিকে কেনা যাবে ২০,৯৯৯ টাকায়। সেখানেই ৮ জিবি+১২৮ জিবি বিকল্পটিকে কেনা যাবে ২২,৪৯৯ টাকায়। সেখানেই এই ফোনটির দাম ছিল ২৩,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকা।