Flipkart এ এখনও চলছে Electronic Sale। এই সেলে গ্রাহক পাবেন বহু নতুন ফোনের ওপর ছাড়। এই সেলে Redmi এর জনপ্রিয় ফোন Redmi 9i এর ওপর পাবেন ১,৭০০ টাকা ছাড়। এছাড়াও রয়েছে বহু অফার। এই ছাড় দেওয়া হচ্ছে ফোনটির বেস তথা ৪ জিবি ৬৪ জিবি বিকল্প টির ওপরে। চলুন জানা যাক ফোনটির সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার এবং দাম
গ্রাহক এই সেলে ফোনটির ৪ জিবি ৬৪ জিবি বিকল্পটিকে কিনতে পারবেন ৮,২৯৯ টাকায়। যার ফলে গ্রাহক পাচ্ছেন ২০০০ টাকার ছাড়। সাথে যদি গ্রাহক ব্যবহার করেন Axis ব্যঙ্কের ক্রেডিট কার্ড তবে পাবেন ৫% অতিরিক্ত ছাড়। এছাড়া ICICI ব্যঙ্কের কার্ড ব্যবহারে পাবেন ১০% ছাড়। এছাড়া রয়েছে ৭,৭০০ টাকার এক্সচেঞ্জ অফার ও। অর্থাৎ পুরানো ফোন এক্সচেঞ্জ করলে গ্রাহক ফোনটি কিনতে পারবেন ৫৯৯ টাকায়।
স্পেসিফিকেশন
Redmi 9i এ দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি, তবে সাথে রয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ও।ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা । ফ্রন্টে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।