ফ্লিপকার্টে এই নতুন বছরের শুরুর সাথে সাথেই দেওয়া হয়ে গিয়েছে নতুন সেল। এই সেলে Realme ফোনের ওপর গ্রাহক কিনতে পারবেন নতুন ফোন। Flipkart Realme Days 2021 সেল শুরু হয়ে গিয়েছে। এই সেল শুরু হয়েছে ৫ জানুয়ারি থেকে। সেখানেই সেলটি শেষ হবে ৯ জানিয়ারি পর্যন্ত। ফ্লিপকার্ট Realme Days 2021 সেলে Realme Narzo 20 Pro কে ৩০০০ টাকা ছাড়ের সাথে কিনতে পারবেন।
এই ফোনটিকে গ্রাহক এই সেলে অফারে কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। আগে এই ফোনটির দাম ছিল ১৬,৯৯৯ টাকা। তবে গ্রাহক এই ফোনটি কিনতে পারবেন ১৩,২০০ টাকা এক্সচেঞ্জ অফারের সাথে। এই ছাড়ের পরে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ৭৯৯ টাকা দামে। সাথে রয়েছে নো কস্ট ইএমআই বিকল্পও।
স্পেসিফিকেশন
Realme এর এই নতুন ফোন Narzo 20 Pro তে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৬/৮ জিবি র্যামের এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও জি৯৫ প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে কোম্পানি তরফ থেকে। এই স্মার্টফোনে ৪৫০০ mAh ব্যাটারির সাথে ৬৫ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে ।