জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে মিড রেঞ্জ ফোন Realme Narzo 20 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
গ্রাহক এই সেলে Realme Narzo 20 কে কিনতে পারবেন ২,৫০০ টাকা ছাড়ে। ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আগে ফোনটির দাম ছিল ১২,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোনের ওপরে রয়েছে ৯,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার ও। অর্থাৎ ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ৬৪৯ টাকায়৷