আজ ফ্লিপকার্ট সেলে গ্রাহক কম দামে কিনতে পারবেন Realme Narzo 10 কে। সেখানে ফোনটির ৪ জিবি+১২৮ জিবি স্টোরেজ বিকল্পটির ওপরে দেওয়া হচ্ছে ১০০০ টাকা ছাড়। এই স্মার্টফোনে গ্রাহক পাবেন ৫,০০০ mAh এর বড় ব্যাটারির সাথে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। চলুন জানা যাক ই কমার্স সাইট ফ্লিপকার্টের অফার সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
এই সেলে গ্রাহক ১২,৯৯৯ টাকা দামের Realme Narzo 10 কে ১১,৯৯৯ টাকায় গ্রাহক কিনতে পারবেন আজ। এছাড়া রয়েছে ১১,২৫০ টাকার এক্সচেঞ্জ অফার। অর্থাৎ এক্সচেঞ্জের মাধ্যমে গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ৭৪৯ টাকায়। এছাড়া গ্রাহক যদি Flipkart Axis Bank Credit Card ব্যবহার করলে পাবেন ৫% ছাড়।
কিছুদিন আগে কোম্পানি তার দুটি Narzo সিরিজের ফোন ভারতীয় বাজারে নিয়ে আসে। উভয়ই ছিল বাজেট রেঞ্জের ফোন। Narzo 10A এর ৩ জিবি + ৩২ জিবি মডেলের দাম রাখা হয় ৮,৯৯৯ টাকা। সেখানেই ফোনটির ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয় ৯,৯৯৯ টাকা। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে হিলিও G70 প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর ওপর কার্যকরি বলে জানা গিয়েছে।