Flipkart এ এখনও চলছে Electronic Sale। এই সেলে গ্রাহক পাবেন বহু নতুন ফোনের ওপর ছাড়। এই সেলে Realme এর জনপ্রিয় ফোন Realme 6i এর ওপর পাবেন ৪,০০০ টাকা ছাড়। এছাড়াও রয়েছে বহু অফার। এই ছাড় দেওয়া হচ্ছে ফোনটির বেস তথা ৬ জিবি ৬৪ জিবি বিকল্প টির ওপরে। চলুন জানা যাক ফোনটির সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার এবং দাম
গ্রাহক এই সেলে ফোনটির ৬ জিবি ৬৪ জিবি বিকল্পটিকে কিনতে পারবেন ১১,৯৯৯ টাকায়। যার ফলে গ্রাহক পাচ্ছেন ৪০০০ টাকার ছাড়। সাথে যদি গ্রাহক ব্যবহার করেন Axis ব্যঙ্কের ক্রেডিট কার্ড তবে পাবেন ৫% অতিরিক্ত ছাড়। এছাড়া রয়েছে ১১,২৫০ টাকার এক্সচেঞ্জ অফার ও। অর্থাৎ পুরানো ফোন এক্সচেঞ্জ করলে গ্রাহক ফোনটি কিনতে পারবেন ৭৪৯ টাকায়।
স্পেসিফিকেশন
Realme এর এই নতুন ফোন Realme 6i তে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৪/৬ জিবি র্যামের এবং ৬৪/১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে হেলিও জি৯০টি প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে ৪৩০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে ।