দাম কমে গিয়েছে Realme এর জনপ্রিয় স্মার্টফোন Realme 6 এর। অর্থাৎ যদি আপনিও কমদামে মিড রেঞ্জ স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে।গ্রাহক এই ছাড় পাবেন ৬জিবি+৬৪জিবি এবং ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের ওপর। বলা বাহুল্য, ফোনটিকে এই বছর মার্চ মাসে কোম্পানি Realme 6i এর সাথে লঞ্চ করেছিল। চলুন জানা যাক ফোনটির বর্তমান দাম এবং ফিচার সম্পর্কে,
দাম এবং অফার
গ্রাহক এই ফোনটিকে Flipkart এ ৪ হাজার টাকা ছাড়ের সাথে ১১,৯৯৯ টাকায় হিনতে পারবেন। এছাড়া রয়েছে ১১,২৫০ টাকা এক্সচেঞ্জ অফার। অর্থাৎ ফোন এক্সচেঞ্জ করে গ্রাহক এই ফোনটিকে নিতে পারবেন ৭৪৯ টাকায়। এছাড়া রয়েছে নো কস্ট ইএমআই ও। অন্যদিকে গ্রাহক যদি অ্যাক্সিস ব্যঙ্কের কার্ড ব্যবহার করেন তবে পাবেন ৫% অতিরিক্ত ছাড় ও।
স্পেসিফিকেশন
Realme 6 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G90T প্রসেসর। ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি, তবে সাথে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ও।ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার এবং আরও একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৪৩০০ mAh এর ব্যাটারির সাথে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।